Tree Plantation

বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ – ক্লাব টিআইবি

প্রতিবছরের ন্যায় এবারও ক্লাব টিআইবি বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ আয়োজন করেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর আমাদের দেশে কয়েকশ কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। বন্যা, নদী ভাঙনের ফলে অনেক পরিবার তাদের বাড়িঘর হারিয়ে হচ্ছে সর্বহারা। অন্যদিকে জলবায়ুর পরিবর্তনের ফলে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রায় জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠছে। গ্রামাঞ্চলে গাছপালার ঘনত্ব কিছুটা পরিলক্ষিত হওয়ায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। তবে পরিবেশগত সমস্যা গ্রামের থেকে যেন শহরাঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। শহরাঞ্চলে গাছপালার হার কম, পক্ষান্তরে মানুষের সংখ্যা বেশি হওয়ায় বর্ষার সময় অতি বৃষ্টি, গরমে তাপমাত্রা বেড়ে জনজীবনে অস্বস্তিবোধ সৃষ্টি হচ্ছে। যা বর্তমানে দেশের সকল শহরাঞ্চলে লক্ষণীয়, বিশেষ করে উত্তরাঞ্চলে। এইসবের স্রষ্টা যেন আমরা নিজেরাই।

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আরো কঠিন প্রাকৃতিক দুর্যোগের কালোমেঘ দেখা দিতে পারে বাংলাদেশের আকাশে। মোকাবিলা করতে হবে ভয়ংকর অর্থনৈতিক ক্ষয়ক্ষতির। বিলুপ্ত হয়ে যেতে পারি আমরাও। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ভবিষ্যত্ অনিশ্চয়তাই থাকবে আমাদের নতুন প্রজন্ম।

গাছ না থাকলে জীবের অস্তিত্ব যে কল্পনা করা অসম্ভব, এই কথা ভুলে না গিয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায় থেকে পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি। তবে ব্যক্তিগত কার্যক্রম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তাই ক্লাব টি আই বি পরিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিভাগ, জেলা,উপজেলা ও ওয়ার্ডের সকল বন্ধুদের প্রতি আহবান এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য।

অদ্য ২৩শে জুন, শুক্রবার থেকে শুরু হয়েছে আমাদের এই কর্মসূচি।

“গাছ লাগান,পরিবেশ বাঁচান”

Stay tune with Club TiB.

Leave a Comment

Shopping Cart