ক্লাব টিআইবি মেঘা ফটো কন্টেস্ট ২০২৩ | অংশগ্রহণ নীতিমালা

স্বাগতম সবাইকে ক্লাব টিআইবি মেঘা ফটো কন্টেস্টে। প্রতিবারের ন্যায় এবারও ক্লাব টিআইবি আয়োজন করতে যাচেছ মেঘা ফটো কন্টেস্ট ২০২৩। যেখানে আমরা পুরস্কার হিসেবে রাখছি একটি SMK Cooper Essence Open Face (ECE Certified) হেলমেট সহ সর্বমোট ২০টি পুরস্কার। তাই মোটরসাইকেলের সাথে আপনার সেরা ছবি নিয়ে প্রস্তুত থাকুন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা আমরা আপনাদের জানিয়ে দিবো আজকের এই লিখাটির মাধ্যমে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

প্রতিযোগিতার সময়কাল

আমরা এবারের প্রতিযোগিতা ভাগ করেছি দুটি ভাগে। (১) প্রথম রাউন্ড (২) ফাইনাল রাউন্ড । প্রথম রাউন্ডে The Invincible 9/11 Bikers Group এর সকল সদস্য অংশগ্রহণ করতে পারেবে। শুধুমাত্র এ্যাডমিন, মডারেটর এবং ফটো কন্টেস্ট এর জন্য গঠিত “ফটো কন্টেস্ট নির্বাচন প্যানেল” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেতে পারবে না।

প্রথম রাউন্ডে যে সকল প্রতিযোগী ১৫০ পয়েন্ট অর্জন করবে তাদেরকে নিয়ে আয়োজন করা হবে ফাইনাল রাউন্ড।

প্রথম রাউন্ডের সময়কালঃ ০৪ আগস্ট রাত ১২:০০ ঘটিকা থেকে ১৬ আগস্ট রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।

ফাইনাল রাউন্ডের সময়কালঃ ১৮ আগস্ট রাত ১২:০০ ঘটিকা থেকে ২৫ আগস্ট রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।

ফটো কন্টেস্টে অংশগ্রহণের নিয়মাবলি

ফটো কস্টেস্টে অংশগ্রণের নিয়মাবলি নিম্নে উপস্থাপন করা হলো-

বাধ্যতামূলক নিয়মাবলিঃ
১। Club TIB গ্রুপের সকল সদস্য এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবে ।
২। ছবিতে একটি ইউনিক এবং ক্রিয়েটিভ ক্যাপশন দিতে হবে।
৩। ক্যাপশন এর নিচে ০৫টি Hashtag দিতে হবে। Hashtag গুলো হলো –

#clubtibdotcom

#Club_TiB_Mega_Photo_Contest

#Deshibiker

#Hermoso_Fashion

#HIS_Battery

৪। একটির বেশি ছবি গ্রহনযোগ্য হবে না এবং অন্যকারো ছবি অথবা ক্যাপশনের সাথে সাংঘর্ষিক বা কপি করা মনে হলে অংশগ্রহন বাতিল করা হবে।

৫। ছবিটি অবশ্যই বাইক রিলেটেড হতে হবে ।

৬। ক্লাব টিআইবি এর ফেইসবুক পেজ The Invincible 9/11 Bikers Like এবং Follow দিয়ে নূন্যতম ১০০ জনকে Invitation পাঠাতে হবে এবং স্ক্রিন শর্ট নিয়ে তা কন্টেস্টে অংশগ্রহণ করা ছবিতে কমেন্ট করে দিতে হবে ।

পয়েন্ট তালিকা

১। কন্টেস্টে অংশগ্রহণকৃত ছবিতে প্রতিটি লাইকের জন্য – ০১ পয়েন্ট হিসেব করা হবে।
২। ক্লাব টিআইবি এর ফেইসবুক পেজ The Invincible 9/11 Bikers এ প্রতি ১০০ ইনভাইটেশন এর জন্য – ৩০ পয়েন্ট হিসেব করা হবে।
৩। কন্টেস্ট চলাকালীন The Invincible 9/11 Bikers গ্রুপে প্রতি পোষ্ট এর জন্য – ০২ পয়েন্ট হিসেব করা হবে।

আপনার অর্জিত মোট পয়েন্ট থেকে শতকরা হিসাব করে স্কোরিং করা হবে। ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করার জন্য আপনাকে অবশ্যই ১৫০ স্কোর করতে হবে। তাই The Invincible 9/11 Bikers পেজে বেশি বেশি ইনভাইট করে ১৫০ স্কোর করতে ভূলবেন না।

ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচন

কন্টেস্টে অংশগ্রহনকৃত আপনার ছবিতে লাইকের মাধ্যমে প্রাপ্ত পয়েন্ট থেকে ২০% , আপনার ছবি ও ক্যাপশনের সৃজনশীলতার উপর ২০% , The Invincible 9/11 Bikers এর ফেইসবুক পেজ invitation এর মাধ্যমে প্রাপ্ত পয়েন্ট থেকে ৪০% , এবং কন্টেস্ট চলাকালীন গ্রুপে পোস্ট করে প্রাপ্ত পয়েন্ট থেকে ২০% নিয়ে স্কোর করা হবে । যেই সকল প্রতিযোগী ১৫০ স্কোর করতে পারবে তাদের নিয়ে আয়োজন করা হবে ফাইনাল রাউন্ড ।

পুরস্কারের তালিকা

১ম পুরস্কার– একটি SMK Cooper Essence Open Face হেলমেট।


২য় পুরস্কার– একটি Bike Lock Combo


৩য় পুরস্কার– Shell Ulta


৪র্থ পুরস্কার – Shell Advance Fuel Save


৫ম পুরস্কার – Shell Advance Long Ride


৬ষ্ঠ পুরস্কার- Shell 20w50 Engine Oil (Minarel)


৭ম পুরস্কার – দুইটি Kite Tire Gel


৮ম পুরস্কার – একটি Motor Flush


৯ম পুরস্কার – একটি Chain Lube


১০ম পুরস্কার – একটি Helmet wash

১১তম পুরস্কার – একটি Helmet wash

এছাড়াও Hermoso Fashion এর পক্ষ থেকে রয়েছে বিশেষ সারপ্রাইজ পুরস্কার।

ফটো কন্টেস্টের উদ্দেশ্য

বাইকিং গ্রুপে ফটো কন্টেস্টের উদ্দেশ্য একাধিক থাকলে ক্লাব টিআইবি সকল বন্ধুদের সাথে সৌহার্দপূর্ন সম্পর্ক স্থাপনের জন্য ফটো কন্টেস্টের আয়োজন করতে যাচেছ। এছাড়াও নিম্নলিখিত উদ্দেশ্যগুলি ফটো কন্টেস্টের পেশাদার বাইক জগতে একটি সহজ ধাপে প্রবেশ করতে সাহায্য করতে পারে:

সাম্প্রতিক বাইকিং অভিজ্ঞতা দেখানোঃ বাইকিং গ্রুপের সদস্যরা নিজেদের সাথে সম্পর্কের উন্নতি করার উদ্দেশ্যে তাদের সাম্প্রতিক বাইকিং অভিজ্ঞতা এবং উপলব্ধির ছবি প্রদর্শন করবে । এটি গ্রুপের সদস্যদের মধ্যে সম্মান ও পারসপারিক সাহায্যের মনোভাব তৈরি করতে সাহায্য করবে বলে ক্লাব টিআইবি আশা করে।

বাইকিং কমিউনিটির প্রশংসা করাঃ একটি ফটো কন্টেস্ট দ্বারা বাইকিং কমিউনিটির মধ্যে প্রশংসা ও পারসপারিক সম্মান করার একটি পরিবেশ তৈরি করা যায়। ক্লাব টিআইবি গ্রুপের সদস্যরা যাতে অন্যান্য বাইকিং প্রেমীদের সাথে তাদের সৌহার্দপূর্ন সর্ম্পক স্থাপন করতে পারে তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ক্রিয়েটিভিটি উত্সাহিত করাঃ বাইকিং কমিউনিটির সদস্যদের জন্য ফটো কন্টেস্ট একটি সুযোগ প্রদান করে তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার। সেরা ফটোগ্রাফি স্কিল এবং শিল্পসাধনার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাইকিং সম্পর্কে নতুন ভাবে ভাবানোর সুযোগ করে দেয়।

সুন্দর স্থানের প্রদর্শন করাঃ একটি ফটো কন্টেস্টে সদস্যদের সুন্দর এবং আকর্ষনীয় স্থান প্রদর্শন করার মাধ্যমে বাইকিং কমিউনিটিতে প্রশংসিত হতে পারে। ক্লাব টিআইবি প্রতিযোগীদের কাছ থেকে প্রকৃতির সৌন্দর্য সম্বলিত ছবির মাধ্যমে অংশগ্রহন এবং সৃজনশীল ক্যাপশনের মাধ্যমে অন্যান্য বাইকিং কমিউনিটির প্রশংসা অর্জন করতে চায়।

বাইকিং সম্প্রদায়ের একতা তৈরি করাঃ বাইকিং গ্রুপে ফটো কন্টেস্ট একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে। এটি প্রতিযোগিতামূলক ভাবে অংশগ্রহণ করার জন্য প্রেরণা প্রদান করতে সাহায্য করবে।মোটর বাইকিং গ্রুপে ফটো কন্টেস্ট অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের সদস্যদের জন্য একটি সম্মাননা, সম্মেলন ও বিনোদনের সময় উপহার দেয়াই ক্লাব টিআইবির লক্ষ্য।

শেষকথা

পরিশেষে ক্লাব টিআইবি এর মেঘা ফটো কন্টেস্টে সকলের অংশগ্রহন আশা করছি। ক্লাব টিআইবির সকল সদস্য মিলে একটি সুন্দর বাইকিং কমিউনিটি তৈরী করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ভালবাসা-বন্ধুত্ব-বিশ্বাস এই স্লোগান নিয়ে ক্লাব টিআইবির পাশে থাকুন। ভাল কিছুর অপেক্ষায়………..

1 thought on “ক্লাব টিআইবি মেঘা ফটো কন্টেস্ট ২০২৩ | অংশগ্রহণ নীতিমালা”

Leave a Comment

Shopping Cart